- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বা নীতি
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বা নীতি
ভাব-সম্প্রসারণ: সততা একটি পরম গুণ। একমাত্র সততার দ্বারাই জীবনে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব।
এ পৃথিবীতে ভালো-মন্দ, সৎ-অসৎ, সত্য-মিথ্যা পাশাপাশি বিরাজমান। জীবনে প্রকৃত ও স্থায়ী সাফল্য লাভ করতে হলে সৎ পথে জীবন চালিত করাই উত্তম কাজ। এখানে সাধু ও সৎ পথের যাত্রী যেমন রয়েছে, তেমনি রয়েছে মিথ্যা ও অসৎ পথের যাত্রী। সজ্ঞানে ও সতর্কতার সঙ্গে অসৎ পথ পরিহার করতে হবে কারণ সিদ্ধি লাভে সৎ পথের কোনো বিকল্প নেই। জীবনের যেকোনো ক্ষেত্রে সততার মূল্য সবকিছুর উর্ধ্বে। একমাত্র সৎলোকই সবার কাছে বিশ্বস্ত ও শ্রদ্ধাভাজন হতে পারেন। অনেক সময় দেখা যায় কেউ কেউ অসৎ পথে চলেও বিরাট উন্নতি সাধন করেছে। কিন্তু মনে রাখা উচিত, তার এ উন্নতি সাময়িক ও ক্ষণস্থায়ী; তাসের ঘরের মতো যেকোনো মুহূর্তে তা ভেঙে যেতে পারে। অসৎ পথে অর্জিত সাফল্য একদিন না একদিন ধ্বংস হবেই। অসৎ পথের যাত্রী টাকার জোরে সম্মান ও প্রতিপত্তি লাভ করলেও মানুষ মনে মনে তাকে ঘৃণা করে। অন্যদিকে সৎ পথের যাত্রী যত দুঃখ-কষ্টের মধ্যে জীবনযাপন করুক না কেন, মানুষের কাছে সে শ্রদ্ধার পাত্র। ব্যবসায়-বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি যেকোনো ক্ষেত্রে একমাত্র সৎ পথের যাত্রীই পরিণামে সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করলে এ কথা সহজেই অনুধাবন করা যায়। আমরা ইতিহাসের পাতা থেকে জানতে পারি, 'অগ্নিবীণা'র কবি কাজী নজরুল ইসলাম একজন অতি দরিদ্র লোক ছিলেন। কিন্তু কবি এ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো অসৎ পথ অবলম্বন করেননি। এ কারণে বিভিন্ন অভাব-অভিযোগ, দুঃখ-কষ্ট এসে বাসা বেঁধেছিল তাঁর জীবনে। কিন্তু তিনি সেসব দুঃখ-কষ্টকে উপেক্ষা করে অসত্যের কাছে হার মানেননি বলেই আজও বিশ্বের দরবারে চির স্মরণীয় এক কবি ও সাহিত্যিক। মহৎ কাজ করতে গেলে ও সৎ পথে চলতে গেলে হাজার দুঃখ-কষ্ট এসে আমাদের পথরোধ করে দাঁড়াবে। কিন্তু এসব দুঃখ-কষ্টকে বাধা হিসেবে না মেনে, সত্যের পথ পরিত্যাগ না করে কর্মক্ষেত্রে অগ্রসর হওয়া উচিত। উচিত। মনে রাখা দরকার যে, একদিন না একদিন সততার জয় অবশ্যম্ভাবী।
সততা, মানুষকে মহীয়ান করে। তবে তা জীবনের অভ্যাস দ্বারা অর্জন করে নিতে হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

