- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না
ভাব-সম্প্রসারণ: কাজ করার আগে তার পরিণাম বা ফল সম্পর্কে চিন্তা-ভাবনা করতে হবে। পরিণাম না ভেবে কাজে হাত দেওয়া ঠিক নয়। কারণ কাজ শেষ হয়ে গেলে তার ফল বদল করার সুযোগ থাকে না।
সমাজ জীবনে অনেক মানুষকে দেখা যায়, চিন্তা-ভাবনা ছাড়াই কাজে ঝাঁপিয়ে পড়ে এবং কাজ শেষে আফসোস করে বুক চাপড়ায়। এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এ রকম বোকামি করলে অর্থ-সম্পদসহ অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় প্রাণ হারানোরও সম্ভাবনা দেখা দেয়। ভেবে-চিন্তে কাজ না করলে দুঃখ-কষ্টের শেষ থাকে না। ভয়াবহ পরিণতি আঁকড়ে ধরে। তাই কাজ শুরু করার আগেই চিন্তা-ভাবনা ও পরিকল্পনা করে নিতে হবে। উপলব্ধি করার চেষ্টা করতে হবে- এ কাজের শেষ পরিণতি শুভ হবে না অশুভ হবে। চিন্তা-ভাবনা করলে সমস্যা ও সম্ভাবনার সব দিক স্পষ্ট হয়। পরিণতি মন্দ হওয়ার সম্ভাবনা থাকলে কাজ থেকে বিরত থাকা যায়।
চিন্তা-ভাবনা ছাড়া তড়িঘড়ি কাজে ঝাঁপিয়ে পড়ার মধ্যে কোনো কল্যাণ নেই। পরিকল্পনা মতো বুঝেশুনে কাজে হাত দিলে ফল ভালো হওয়ার সম্ভাবনা থাকে। চিন্তা-ভাবনাহীন অপরিকল্পিত কাজে অশুভ ফলের দায় নিয়ে সারা জীবন আফসোস করতে হয়। তাই 'আগে চিন্তা-ভাবনা, পরে কাজ'- এই নীতিতে সাজাতে হবে আমাদের জীবন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

