- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে, বড় সেই হয়
আপনাকে বড় বলে বড় সেই নয়
লোকে যারে বড় বলে, বড় সেই হয়
ভাব-সম্প্রসারণ: যেসব ব্যক্তি নিজেদের গুণকীর্তন করে তারা কখনো বড় বা মহান হতে পারে না। যারা প্রকৃত বড় বা মহান তারা কখনো নিজেদের গৌরব প্রকাশ করে না। মানুষের আসল গৌরব নিজেকে বড় মনে করার মাঝে নয়; বরং ভালো কাজের সহায়তায় অপর মানুষের মনে সমাদর লাভ করাতেই জীবনের প্রকৃত মর্যাদা নিহিত। নিজেকে যে বড় মনে করে সে অহংকারী। আর অহংকার মানব চরিত্রের একটি বড় দোষ। আমরা জানি অহংকার পতনের মূল। অপরদিকে বিনয়ী ও নম্র ব্যবহারের লোক সবার কাছে প্রশংসা পায় তার গুণের জন্য। মানুষকে তার অহংকার ভুলে যেতে হবে এবং এমন গুণের পরিচয় দিতে হবে যার ফলে সে সবার কাছ থেকে সমাদর লাভ করতে পারে। অপর লোকের কাছে নিজেকে আপন করে তুলতে হবে। যাদের মনে কোনো অহংকার নেই তাদের প্রতি লোকের মনোভাব ভালো থাকে। পরের কাছে নিজের গুণাবলি তুলে ধরতে পারলে সুনাম বৃদ্ধি পায়। লোকের উপকারে আসতে পারলে সবাই প্রশংসা করে। সবার অন্তরে তখন তার স্থান লাভ সম্ভব হয়। এভাবে অপরের কাছে নিজের গৌরব স্বীকৃতি পায়।
এ পৃথিবীতে এক শ্রেণির লোক আছে যারা সবসময়ই আত্মপ্রচারে সচেষ্ট। বড় হওয়ার আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এ প্রবৃত্তি সমাজের সবার মধ্যে প্রবল হলে তা সমাজের পক্ষে মঙ্গল। অহংকার নেই, নিজের গৌরববোধ নেই, পরের উপকার করাই যার জীবনের উদ্দেশ্য এমন মানুষই সমাজে সবার কাছে সমাদর লাভ করে; বড় মানুষ বলে গৃহীত হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

