• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

যেমন কর্ম তেমন ফল

যেমন কর্ম তেমন ফল

ভাব-সম্প্রসারণ: কাজের অনুপাতে মানুষ ফল পায় অর্থাৎ যেমন কর্ম তেমন ফল লাভ হয়। যে যেমন কাজ করে সে তেমন ফল লাভ করে। ভালো কাজের ভালো ফল। খারাপ কাজের খারাপ প্রতিফল।

এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। জীবনে সাধনা ছাড়া, পরিশ্রম ছাড়া, কাজ ছাড়া কিছুই অর্জন করা যায় না। প্রতিষ্ঠার জন্য চাই কাজ। কাজই জীবনে এনে দেয় সাফল্য। মানবজীবনের উন্নতির পেছনে রসদ জোগায় পরিশ্রম ও সাধনা। কাজের সাধনাই সাফল্যের চাবিকাঠি। মানুষের যা কিছু সৃষ্টি, যা কিছু আবিষ্কার সবই তার কর্মময় সাধনার ফল। কাজ ছাড়া সাফল্য কল্পনা করা যায় না। কাজকর্মহীন অলস লোকেরা সমাজের বোঝা। তারা নিজের জীবন যেমন পঙ্গু করে দেয়, তেমনি পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রকেও পঙ্গুত্বের ভার বহনে বাধ্য করে। কর্মহীন মানুষের কোনো ভবিষ্যৎ থাকে না, অলস মানুষের কোনো সফলতার স্বপ্নও থাকে না, থাকতে পারে না। যারা জীবনে সফলকাম হয়েছে তারা কাজকে ভালোবেসেছে, পরিশ্রমকে গুরুত্ব দিয়েছে, সাধনাকে করে নিয়েছে জীবনের সঙ্গী। ফলে সাফল্য এসে ধরা দিয়েছে তাদের জীবনে। সাফল্য-সুনাম-সুখ্যাতি-প্রতিষ্ঠা কোনোকিছুই সাধনা ছাড়া সম্ভব নয়। কর্মই ধর্ম, কর্মই বর্ম। বাঁচার মতো বাঁচতে হলে কাজ করতে হবে। ভালো কাজই ভালো ফল এনে দেবে হাতের মুঠোয়।

ভালো ছাত্ররা ভালো পড়ালেখা করে ভালো ফল পায়। ভালো চাষিরা ভালোভাবে ফসল বুনে ঘরে তোলে সোনালি শস্য। সবই কর্মফল, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল।

সম্পর্কিত প্রশ্ন সমূহ