• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

চকচক করলেই সোনা হয় না

চকচক করলেই সোনা হয় না

ভাব-সম্প্রসারণ: কোনো বস্তুর বাহ্য ও অভ্যন্তরীণ গুণাবলি পরীক্ষা করা প্রয়োজন। বাহ্য গুণাবলি পরীক্ষা করা সহজ। আর অভ্যন্তরীণ গুণ পরীক্ষা করা দুরূহ। এক্ষেত্রে ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ভিন্ন ভিন্ন মূল্যের একাধিক বস্তুর আকার-আকৃতি একই রকম হতে পারে। যেমন: সোনার বর্ণ হলুদ। পৃথিবীতে হলুদ বর্ণের অনেক কৃত্রিম ও মূল্যহীন জিনিস রয়েছে। আবার সোনার ধর্ম চকচক করা। কিন্তু পৃথিবীতে অনেক মূল্যহীন বা স্বল্পমূল্যের জিনিসও সোনার মতো চকচক করে। তাই সেসব মূল্যহীন বা স্বল্পমূল্যের জিনিসকে সোনা বলে মনে করা হলে মারাত্মক ভুল হবে। তাই বস্তুর মূল্য নিরূপণ ও গুরুত্ব নির্ধারণের জন্য বাহ্য রূপের পাশাপাশি গুণাগুণও বিচার করা উচিত। আমাদের সমাজে অনেকের বাহা সৌন্দর্য ও মিষ্টি কথা শুনে অনেক মানুষকে ভালো মানুষ আখ্যা দিয়ে থাকি। কিন্তু ব্যক্তির স্বভাব-চরিত্র প্রকাশ হলে অধিকাংশ ক্ষেত্রেই সে ধারণা ভ্রান্ত বলে প্রমাণিত হয়। কারণ বাহ্য দৃষ্টিতে ভালো মানুষ বলে মনে হলেও অধিকাংশ ক্ষেত্রে এ শ্রেণির মানুষের স্বভাব চরিত্র খারাপ প্রকৃতির হয়ে থাকে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ