- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
স্বাস্থ্যই সকল সুখের মূল/ স্বাস্থ্যই সম্পদ
স্বাস্থ্যই সকল সুখের মূল/ স্বাস্থ্যই সম্পদ
ভাব-সম্প্রসারণ: স্বাস্থ্য মানুষের জীবনের এক বড় সম্পদ- অমূল্য ধন।
'কর্মময় সুন্দর জীবনের জন্য চাই সুস্বাস্থ্য। কর্মগুণেই জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়। স্বাস্থ্য খারাপ থাকলে কাজে মন বসে না। স্বাস্থ্যবান মানুষ কাজেকর্মে আনন্দ পায়। আর স্বাস্থ্যহীন মানুষের কাছে টাকা-পয়সা, সহায়-সম্পদ সবই নিরর্থক মনে হয়। তার জীবনে হাসিখুশি ও সুখ থাকে না। খেলাধুলা, পড়ালেখা, ভ্রমণ কিছুই ভালো লাগে না। এমনকি মজাদার খাবারও খেতে মন চায় না। সুস্থ দেহে সুস্থ মন, কর্মব্যস্ত সুখী জীবন। সুখ-শান্তিতে ভরপুর আনন্দমুখর জীবনের জন্য সুস্বাস্থ্য একান্ত প্রয়োজন। কেননা স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যহীনরা পরিবার, সমাজ ও দেশের কাজে কোনো ভূমিকা রাখতে পারে না। অফিসে, অনুষ্ঠানে, স্কুলে কিংবা খেলাধুলা ও আমোদ-প্রমোদে উদ্দীপনা পায় না, স্বাচ্ছন্দ্য পায় না। বরং বিরক্তি বোধ করে মনে মনে। কখনো তা প্রকাশিত হয়ে তাকে লজ্জায়ও ফেলে দেয়। ফলে সে কর্মবিমুখ অলসে পরিণত হয়ে সমাজের বোঝা হয়ে দাঁড়ায়। এ কারণেই বলা হয়েছে- স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যই সম্পদ।
শরীর ও মনের সুস্থতার ওপর নির্ভর করে আগামী দিনের সমৃদ্ধি ও সফলতা। তাই ছাত্রজীবন থেকেই সুস্বাস্থ্যের জন্য আমাদের সচেতন হতে হবে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

