• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই

মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই

ভাব-সম্প্রসারণ: প্রত্যেক মানুষের মনের মন্দিরে বসবাস করেন মহান সৃষ্টিকর্তা। যেখানে সৃষ্টিকর্তার আবাস, তার চেয়ে উপযুক্ত পবিত্র কোনো উপাসনালয় থাকতে পারে না।

মহান সৃষ্টিকর্তা মানুষকে বিবেক-বিবেচনা ও বুদ্ধি সহকারে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। পাপ-পুণ্য, ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বিচার করে মানুষকে পথ চলতে হয়। কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি পাপ অথবা পুণ্য, কোনটি ন্যায় অথবা অন্যায় এটি মানুষের মনই নির্ধারণ করে। মানুষ উপাসনা করার জন্য মন্দির অথবা মসজিদে যায় সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানের জন্য। কিন্তু মন যদি অপবিত্র থাকে তাহলে কঠোর আরাধনা বা প্রার্থনা করেও স্রষ্টার সান্নিধ্যে আসা যায় না। এজন্য সর্বপ্রথম দরকার মনের পবিত্রতা। আবার এ মন দ্বারা মানুষ পরিচালিত হয়ে কল্যাণকর কার্যাদি তথা স্রষ্টার সন্তুষ্টি সাধনে ব্যাপৃত হয়। সুতরাং মানুষের মন অথবা হৃদয়ই হচ্ছে সমস্ত উপাসনালয়ের চেয়ে শ্রেষ্ঠ স্থান। সংসারধর্ম পালন করেও মানুষ হৃদয়কে পাপমুক্ত রেখে পুণ্য অর্জন করতে পারে। হৃদয় পাপমুক্ত না হলে দিন-রাত উপাসনা করেও কোনো ফল হবে না। হৃদয় নির্মল হলে আরাধনায় সিদ্ধি আসে। স্রষ্টার সঙ্গে সংযোগ সৃষ্টি হয়। সেজন্য কবি বলেছেন যে, হৃদয়ের থেকে বড় কোনো মন্দির অথবা কাবা তিনি দেখেননি। মন দ্বারাই দুঃখীর দুঃখে ব্যথিত হওয়া যায় আবার দানখয়রাত করার অভিপ্রায় লাভ করা যায়। বস্তুত মানুষের মনই হচ্ছে শ্রেষ্ঠ উপাসনালয়।

তাই আমাদের মনকে সবসময় কলুষমুক্ত রাখতে হবে। কারণ মনই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ উপাসনালয়। ঈর্ষা নয়, নির্মল ও কলুষমুক্ত মন মানুষকে ন্যায়ের পথে, সত্যের পথে এবং ধর্মের পথে পরিচালিত করে। তাই জাগতিক যত মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা থাকুক না কেন হৃদয়ের স্থান সবকিছুর উর্ধ্বে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ