• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ

সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ

অথবা, সঙ্গদোষে লোহা ভাসে

ভাব-সম্প্রসারণ: সৎসঙ্গ মানুষকে চরিত্রবান করে। কুসংস্পর্শ মানুষকে পাপ-পথে পরিচালিত করে।

জীবনকে সার্থক ও সুন্দর করতে হলে সৎ লোকের সংস্পর্শে থাকতে হবে। অসৎ লোকের সাথে মিশলে জীবনে ক্ষতির সম্ভাবনাই বেশি। মানুষ একা বাস করতে পারে না। তার সঙ্গী ও বন্ধু দরকার। কিন্তু বন্ধু নির্বাচনে তাকে খুব সতর্ক হওয়া উচিত। একজন ভালো ব্যক্তি ভালো বন্ধু বা সঙ্গী রাখে এবং একজন খারাপ লোক খারাপ বন্ধু বা সঙ্গী রাখে। খারাপ বন্ধুর সাথে চললে চরিত্র কলুষিত হয় এবং ধার্মিক বন্ধুর মাধ্যমে তা আলোকিত হয়। মানবজীবনকে সার্থক ও সুন্দর করতে হলে অনেক বাধাবিপত্তির মোকাবিলা করতে হয়। সৎ লোকের সাহচর্যে থেকে তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করলে এসব বাধাবিপত্তি অতিক্রম করা সম্ভব। সৎসঙ্গ পরশপাথরের সঙ্গে তুলনীয়। সঙ্গদোষে মানুষ হয় পশুর সমান। আবার এ সঙ্গের কারণেই কেউ আকাশচুম্বী সম্মান পায়। সঙ্গী বা বন্ধু হলো আয়নার মতো, যাতে আমাদের রুচি, চরিত্র ও বুদ্ধির প্রতিফলন ঘটে। বন্ধুত্ব মানুষের চরিত্র গঠনে সহায়ক। একজন সৎ ব্যক্তি কখনো অসৎ ব্যক্তির সাথে মিশতে চায় না। এ জগতে যত মানুষ পঙ্কিলতার অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে তারা কুসংসর্গের প্ররোচনায় হয়েছে। একজন মানুষ যদি খারাপ লোকের সঙ্গে দীর্ঘদিন মেলামেশা করে, তাহলে সে কিছু খারাপ অভ্যাস গ্রহণ করবে। আবার যে সৎ বন্ধুর সঙ্গে মেশে সে কিছু ভালো বৈশিষ্ট্য অর্জন করবে। জীবন সার্থক ও সুন্দর হয় সৎ লোকের সংস্পর্শে। আবার সৎ লোকের সংস্পর্শে অসৎ চরিত্রের লোক চরিত্রবান হয়ে যায়। পবিত্র কোরানে বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তাই বলা যায়- "A man is known by the company he keeps."

আমাদের উচিত সৎ, যোগ্য ও সুন্দর চরিত্রের অধিকারী কাউকে বন্ধু হিসেবে নির্বাচন করা এবং তার সাহচর্য লাভ করে জীবন সার্থক করা।

সম্পর্কিত প্রশ্ন সমূহ