- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
নানান দেশের নানান ভাষা
বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
ভাব-সম্প্রসারণ: মাতৃভাষা মায়ের মতোই একান্ত আপন। একে হৃদয়ের তন্ত্রী থেকে বিচ্ছিন্ন করা যায় না। তাই মাতৃভাষা বা স্বদেশী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না।
মানুষ তার মনের ভাব ও চিন্তা-চেতনা মাতৃভাষার মাধ্যমে সহজেই প্রকাশ করে। আবার অন্যের মনের কথা, শিল্প-সাহিত্যের বক্তব্যও আমরা মাতৃভাষার মাধ্যমে নিজের মধ্যে অনুভব করি। অর্থাৎ নিজের ভাষায় কিছু বোঝা বা হৃদয়ঙ্গম করা যত সহজ, অন্য কোনো ভাষায় তা সম্ভব নয়। জন্মের পর থেকেই মায়ের কোলে নিজ মাতৃভাষা শিখে এবং সেই ভাষাতেই কথা বলে মনের ভাব আদান-প্রদান করি। আমাদের মাতৃভাষা বাংলা। এ ভাষার সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক, ঐতিহ্যের সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক, আত্মার সম্পর্ক। এ ভাষায় আমরা হাসি-খেলি, গান গাই, ভালোবাসি, ঝগড়া করি, ছবি আঁকি, সাহিত্য রচনা করি। জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে এ ভাষা জড়িত।
বহু চেষ্টা-সাধনা করে আমরা নানান দেশের নানা ভাষার দক্ষতা অর্জন করলেও মাতৃভাষার মতো করে তা ব্যক্ত করতে পারি না। আমাদের স্বপ্ন-সাধ, আশা-আকাঙ্ক্ষা বিদেশি ভাষায় পরিপূর্ণতা পায় না। কেউ কেউ বিদেশি ভাষার প্রতি অত্যধিক আগ্রহী হয়। এরা মূলত হীনম্মন্যতায় ভোগে। বিদেশে গিয়ে এরাই আবার মাতৃভাষায় স্বচ্ছন্দে কথা বলার জন্য দেশি মানুষ খোঁজে। কাজেই সবক্ষেত্রে সবসময় স্বদেশী ভাষা অর্থাৎ মাতৃভাষার প্রাধান্য দেওয়া উচিত।
মাতৃস্তন্যের মতো মাতৃভাষারও কোনো বিকল্প নেই। মানুষের পরিপূর্ণ বিকাশের জন্য তাই মাতৃভাষাই অগ্রগণ্য।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

