- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের অংশ যেন নয়নের পাতা
বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা
নয়নের অংশ যেন নয়নের পাতা
ভাব-সম্প্রসারণ: চোখকে নিরোগ সুস্থ রাখতে চোখের পাতার যেমন বিকল্প নেই, তেমনি কাজকে সঠিকভাবে সম্পন্ন করতে বিশ্রামের প্রয়োজন। কারণ বিশ্রামে শরীরে যে উদ্যম আসে, তা দিয়েই কাজ সঠিকভাবে সুসম্পন্ন করা যায়।
কর্মময় এ পৃথিবী। এখানে প্রতিটি প্রাণীই শ্রম দিয়ে জীবন বাঁচিয়ে রাখে। পৃথিবীর মানুষ আপন শ্রমের বিনিময়েই পৃথিবীকে নতুন রূপ দিতে সক্ষম হয়েছে। আজকের নতুন সভ্যতা মানুষের বুদ্ধি, কৌশল ও শ্রমের ফসল। কিন্তু শ্রম নিরবচ্ছিন্নভাবে করা যায় না। জীবনে যেমন কর্মের প্রয়োজন আছে তেমনি আছে বিশ্রামের। চোখের পাতা যেমন চোখের অংশ, বিশ্রামও তেমনি কাজের অংশ। সৃষ্টিকর্তা মানুষকে কর্মের জন্য দিন ও বিশ্রামের জন্য রাত দান করেছেন। দেশ, দশ ও বিশ্বকে উন্নত করার জন্যে কঠোর পরিশ্রম করা আশু দরকার। আজ বিজ্ঞানের চরম ও পরম উন্নতির যুগে জাপানিরা পরিশ্রমী হওয়ার কারণেই টেকনোলজির দিক থেকে আমেরিকা ও রাশিয়াকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে। কিন্তু তাদের ভিতরে পরিমিত বিশ্রাম করার প্রবণতা না থাকায় আজ তারা অনিদ্রায় ভুগছে। এমন অনিদ্রা মানুষকে একসময় অসুস্থ করে তুলতে পারে। তাই ইসলামও বলে "তোমাদের উচিত দৈনিক ছয় ঘণ্টা ঘুম দেওয়া।" পাখি, জীব-জানোয়ার, কীটপতঙ্গ খাদ্যের অন্বেষণে বাসা থেকে বের হয় এবং পেট ভরে গেলে বাসায় বিশ্রাম নিতে ফিরে আসে। বিশ্রামে শরীরের দুর্বলতা দূর হয়, মানুষ নবশক্তি লাভ করে, মন সতেজ ও প্রফুল্ল হয়। তাই শুধু কর্ম নয়, বিশ্রাম বা ছুটিও জীবনের জন্য অত্যাবশ্যক।
বিশ্রাম ও পরিশ্রম একটি অপরটির পরিপূরক। যেমন চোখ ও চোখের পাতা, তেমনি দিন ও রাত। তাই পরিশ্রমের পর বিশ্রাম অত্যাবশ্যক।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

