• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

একতাই বল

ভাব-সম্প্রসারণ: একতায় উত্থান, বিভেদে পতন। দশের লাঠি একের বোঝা। নির্দিষ্ট সময়ে দশজনে যে কাজ করতে পারে . বিভেদে পতন। একজনের পক্ষে তা অসম্ভব। আমাদের প্রতিদিন নানা ধরনের কাজ করতে হয়। একা করার মতো কোনো কাজ আমরা একাই করতে পারি, আবার কোনো কোনো কাজ করতে অনেক লোকের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেকের সমবেত প্রচেষ্টা দরকার। আমরা বৃদ্ধ এবং তার চার ঝগড়াটে ছেলে সম্পর্কে যে গল্পটি চালু আছে তা জানি। বৃদ্ধ লোকটি তার সন্তানদের এক আঁটি লাঠি ভাঙতে আদেশ করলে তারা সকলে চেষ্টা করে ব্যর্থ হলো। আঁটিটি এত শক্ত ছিল যে, তারা এটা ভাঙতে পারল না। তখন বৃদ্ধলোকটি আঁটিটি খুলে দিলেন এবং একটি করে তাদের লাঠিগুলো ভাঙতে বললেন। তারা সহজে এগুলো ভেঙেছিল। এতে প্রমাণিত হলো যে, ঐক্যে উন্নতি আর বিভক্তিতে পতন। যদি কোনো জাতি ঐক্যবদ্ধ থাকে তাহলে যেকোনো বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করতে পারে। জাতীয় জীবনে ঐক্য উন্নতি, শান্তি ও সুখ বয়ে আনে। সহজ ও সুন্দরভাবে কোনো কাজ করতে হলে অনেক লোকের দরকার হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি ক্ষুদ্র মৌমাছি একা কোনো মৌচাক তৈরি করতে পারে না। অথচ অসংখ্য মৌমাছির মিলিত প্রচেষ্টায় বিশাল মৌচাক তৈরি হয়। আবার শত্রু দ্বারা মৌচাক আক্রান্ত হলে মৌমাছিরা একতাবদ্ধ হয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। সহজে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে না। আসলে একা যে কাজ করা খুবই কঠিন, দশজনে মিলে সে কাজ অতি সহজেই সমাধা করা সম্ভব।
বলা হয়, 'Unity is strength', সকলের মিলিত শক্তিই প্রকৃত শক্তি। সকলে মিলে একটা কাজ করলে তাতে মনেও প্রশান্তি আসে। সমঝোতার সৃষ্টি হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ