- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
ভাব-সম্প্রসারণ: সৃষ্টিজগতের সবকিছুই তার নিজ নিজ স্থানে স্বাভাবিক।
সৃষ্টিকর্তা জগৎ সৃষ্টি করে পরিবেশ অনুযায়ী জীব সৃষ্টি করেছেন এবং যাকে যেখানে শোভা পায় সেখানেই স্থাপন করেছেন। পশুপাখি বনে বাস করে। বনের বুকে তারা মুক্ত জীবনযাপন করে, স্বচ্ছন্দে বিহার করে। তাদের সেই স্বাভাবিকতা লোকালয়ে এলে আর থাকে না। স্বাভাবিকতা হারালে সৌন্দর্য ম্লান হয়ে যায়। যেসব মানুষ বনেজঙ্গলে বসবাস করে তারা বর্বর: শিক্ষার আলো থেকে বঞ্চিত বলে চালচলনে তারা অনেকটা হিংস্র প্রকৃতির হয়। সভ্য সমাজের রুচিবোধের সাথে তাদের বুচিবোধের রয়েছে দুস্তর ব্যবধান। তারা যদি হঠাৎ করে শহরে চলে আসে তাহলে তা শহুরে মানুষের কাছে বেমানান ঠেকবে, তেমনি বন্য মানুষের কাছেও এটি অস্বস্তির কারণ হবে। বনের পশুপাখির বেলায় লোকালয়ে রেখে যতই আদর-যত্ন করে পোষা হোক না কেন, লোকালয় এদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকস্বরূপ। বনই এদের যথার্থ স্থান এবং সেখানেই তাদের সকল সৌন্দর্য মূর্ত হয়ে ওঠে। একইভাবে শিশুরাও মায়ের কোলেই সুন্দর ও স্বাভাবিক। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হলে তারা অসহায় হয়ে পড়ে এবং স্বাভাবিকতা হারায়। কাজেই পরিবেশ অনুযায়ী প্রতিটি প্রাণী ও শিশুই দেখতে সুন্দর। বন্যেরা বনেই সুন্দর আর শিশুরা মায়ের কোলে।
জীবজগতের প্রতিটি প্রাণীরই একটি নিজস্ব জগৎ আছে। সে জগতেই সে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। এর অন্যথা হলে জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

