- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
জীবনের জন্য মৃত্যু, মৃত্যুর জন্য জীবন নয়
জীবনের জন্য মৃত্যু, মৃত্যুর জন্য জীবন নয়
ভাব-সম্প্রসারণ: জীবন একটি গতির নাম। এ গতির মৌলিক ধারা রয়েছে। যে ধারা মানুষ তথা প্রতিটি জীবের মধ্যে কাজ করে। জীবন হলো সজীব শক্তি। কিন্তু মৃত্যু তো মাত্র যবনিকা বা শেষ পরিণতি। জীবন হলো মূল্যবান ও অপার শক্তি। এর ধারাবাহিকতার পরিসীমা রয়েছে। যেদিন এ পরিসীমা শেষ হবে তখন মৃত্যু নামের শৃঙ্খলার মাধ্যমে এ জগৎ ত্যাগ করতে হবে। জীবন আছে বলে মৃত্যু অনিবার্য। অর্থাৎ জীবনের জন্য মৃত্যু। কিন্তু মৃত্যুর জন্য জীবন নয়। মৃত্যু বললেই জীবন শেষ হয়ে যায় না। মৃত্যুর কোনো পরিসীমা নেই। যার ফলে জীবনের জন্য মৃত্যু হলেও মৃত্যুর জন্য জীবন হতে পারে না। এটিই বাস্তবতা, এটা ধ্রুব সত্য। এখানে লক্ষণীয় ব্যাপার হলো জীবন ও মৃত্যু উভয়ই আল্লাহর দান। তবে জীবন সৃষ্টি করা হয়েছে বলে দুনিয়া থেকে সাময়িক বিদায়ের জন্য মৃত্যু নামের ঘোষণা রয়েছে। সুতরাং মৃত্যুর জন্য জীবন নয়।
মহান নেতার কণ্ঠস্বরের বলিষ্ঠ উচ্চারণের ফলে মাত্র ৯ মাসের ভেতর বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং শত সহস্র বুলেট যা পারে না, জনগণনন্দিত একজন মহান নেতার বজ্র কণ্ঠস্বর তার চেয়ে অধিক কিছু করতে পারে।'
সম্পর্কিত প্রশ্ন সমূহ

