• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও

পুষ্প আপনার জন্য ফোটে না
পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও

ভাব-সম্প্রসারণ: ফুটন্ত ফুল চারদিকে সৌরভ ছড়ায়। তার বাহারি রূপ সৌন্দর্য পিপাসু মানুষের অন্তরে স্থান লাভ করে। অলিরা তার আকর্ষণে ছুটে আসে। মৌমাছিরা মধুর গুঞ্জন তুলে তার কাছে ছুটে আসে। তাকে খোঁপায় গুঁজে, অপূর্ব সাজে বালিকারা সজ্জিত হয়। পরম আকাঙ্ক্ষিত জনের গলায় সে সানন্দে শোভা পায়। এছাড়া দামি ফুলদানীতে শোভা পায়। সকালের ফুটন্ত ফুল সারাদিন তার অপার সৌন্দর্য এবং পবিত্র সৌরভ চারদিকে বিলিয়ে দিন শেষে আস্তে আস্তে ঝরে যায়। সে নিজের জন্য কিছুই অবশিষ্ট রাখে না। তার সবটুকু সুরভি অপরের মধ্যে বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে যায়। তেমনি মহান ব্যক্তির অপরের কল্যাণের জন্য নিজেদের মূল্যবান জীবনকে উৎসর্গ করে থাকেন। ফুলের যেমন অপরের মধ্যে সৌন্দর্য বিলিয়ে আনন্দ, তেমনি মহৎপ্রাণ ব্যক্তিগণ জগতের কল্যাণের জন্য নিজেদেরকে সম্পূর্ণ উজাড় করে দিয়ে এক অনির্বচনীয় আনন্দ লাভ করেন। তারা নিজেদেরকে নিয়ে কখনই বিব্রত থাকেন না। অপরের মনস্তুষ্টি ও মঙ্গল সাধনই তাদের একমাত্র উদ্দেশ্য। তাঁরা মনুষ্যত্বের নির্মল 'পতাকা' সবসময় ঊর্ধ্বে তুলে ধরেন। মানবতা ও মানবিকতাই তাদের পরম আরাধ্য বস্তু। এরই জন্য তাঁরা নিরন্তর কাজ করে যান। সুতরাং অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করাতেই মানবজীবন সার্থক ও অর্থবহ হয়ে থাকে। 

সম্পর্কিত প্রশ্ন সমূহ