- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল
ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল
ভাব-সম্প্রসারণ: ছোট ছোট জিনিসপত্র একত্র হলে বড় কিছু সৃষ্টি হয়। অর্থাৎ ক্ষুদ্র জিনিসের সমন্বয়ে বৃহৎ জিনিস সৃষ্টি হয়।
ছোট জিনিসের গুরুত্বের বিষয়টি বিচার-বিবেচনা করেই তার অবদানের মর্যাদা দিতে হবে। ছোট বলে তাকে অবজ্ঞা করলে বড় কোনো জিনিসই সৃষ্টি হবে না। বিশাল হিমালয় পর্বত কিংবা কোনো মহাদেশ মানুষকে অবাক করে দেয়। বিশাল সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে মানুষ বিস্মিত হয়। এসব বিশাল সৃষ্টির পেছনে রয়েছে ছোট ছোট বালুকণা আর বিন্দু বিন্দু জল। মহাকালের ইতিহাসও একদিনের কোনো বিষয় নয়। ছোট ছোট মুহূর্ত মিলে মহাকালের উদ্ভব। ছোট ছোট ভালো কাজ বড় বড় ভালো কাজের স্রষ্টা, তেমনি ছোট ছোট পাপও বড় বড় পাপের রসদ জোগায়- মহাপাপের দিকে টেনে নিয়ে যায়। জগৎসংসারের উত্থান-পতনে রয়েছে ছোট ছোট জিনিসের অসাধারণ ভূমিকা। জ্ঞান-বিজ্ঞানও প্রমাণ করেছে অণু-পরমাণুর অবদান ও শক্তির কথা। আসলে ছোট থেকেই বড়র সৃষ্টি। বড় মানুষ হতে হলে, স্মরণীয় বরণীয় আদর্শ মানুষ হতে হলেও ছোট হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে। এ কারণেই ছোটকে অবজ্ঞা করা যাবে না, ক্ষুদ্রকে অবহেলা করা যাবে না বরং তার অবদানকে গৌরবের সঙ্গে স্মরণ রাখতে হবে।
তাই বৃহৎ জিনিসের যেমন মর্যাদা দেব তেমনি গুরুত্ব দেব ছোট ছোট জিনিসেরও। ছোট বা ক্ষুদ্র বলে কোনোকিছুকে উপেক্ষা করব না আমরা।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

